খেলাধুলা

ক্ষীপ্রতায় ছুটছেন রোনালদো, হাজার গোল হতে আর বাকি কতো!

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো যেন দৌড়ে যাচ্ছেন এক মাইলফলকের দিকে! হাজার গোলের সেই কাঙ্ক্ষিত অনন্য রেকর্ড ছুঁতে আর ৭৩ টি গোল দরকার এই পর্তুগিজ তারকার।

সোমবার (১০ মার্চ) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জয়ী হয় আল নাসর।

সেই ম্যাচে এক গোল করেন রোনালদো। বাকি দুই গোল আসে জন ডুরানের পা থেকে। এই ম্যাচ জয়ের মাধ্যমে আল নাসর পৌঁছে গেল সেরা আটে।

এখন পর্যন্ত এএফসি চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচ খেলে ৭ টি গোল করেছেন রোনালদো। চলতি মৌসুমে তার গোল সংখ্যা ৩২ ম্যাচে ২৭ টি। এছাড়াও আছে ৪ টি অ্যাসিস্ট। সবমিলিয়ে ১০২ ম্যাচে ৯১ টি গোল করেছেন সৌদি ক্লাবটির হয়ে। মোট অ্যাসিস্টের সংখ্যা ১১০।

এত দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো যদি এভাবে ছুটতে থাকেন, তবে তার মাইলফকে পৌঁছাতে খুব বেশিদিন লাগবে না। তার ক্যারিয়ারে এখন মোট গোল সংখ্যা ৯২৭ টি। তার এক হাজার গোলে পৌঁছাতে আর ৭৩ টি গোলের প্রয়োজন।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ক্রিস্টিয়ানো রোনালদো | এক হাজার গোল | আল নাসর