২০২৬ এর শুরুটা মোটেও ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। চলতি বছরে সৌদি প্রো লিগে আল নাসর যতগুলো ম্যাচ খেলেছে প্রত্যেকটিতেই পরাজয়ের দেখা পেয়েছে। ব্যক্তিগতভাবে জালে বল জড়াতে পারলেও দলের ভাগ্য বদলাতে পারছেন না রোনালদো। সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ ব্যবধানে হেরে গেছে আল নাসর।
ম্যাচের ৪২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন রোনালদোই। বাম প্রান্ত ধরে আক্রমণে উঠে আসা কিংসলে কোমানের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান তিনি। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর।
তবে বিরতির পর পুরো চিত্রটাই বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় আল হিলাল। সেই সুযোগে সালেম আল দাওসারি নিশ্চিত শটে সমতা ফেরান।
গোলের পর দ্রুত খেলা শুরু করতে গিয়ে আল হিলালের রুবেন নেভেস ও আল নাসরের গোলরক্ষক নওয়াফ আল আকিদির মধ্যে বাকবিতণ্ডা বাধে। ভিএআর পর্যালোচনার পর সহিংস আচরণের দায়ে সরাসরি লাল কার্ড দেখেন আল আকিদি। এতে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর।
সংখ্যাগত সুবিধা পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আল হিলাল। ৮১ মিনিটে মোহাম্মদ কান্নোর গোলে এগিয়ে যায় তারা। অতিরিক্ত সময়ে দ্বিতীয় পেনাল্টি থেকে রুবেন নেভেস গোল করলে আল হিলালের জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলাল নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাত পয়েন্টে এগিয়ে গেল। বিপরীতে আল নাসরের হতাশা আরও বেড়েছে। টানা চার ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি, যার মধ্যে শেষ তিনটিতেই এসেছে হার।
এদিকে, আল হিলাল লিগে টানা ১১ ম্যাচ জিতে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত টানা সর্বোচ্চ ২৪ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিল তারা।
এসএইচ//