ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে, তাদের ওপর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলনে, এসব দেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব জানান।
তিনি লেখেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক দিতে হবে। এই সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে এবং এটি চূড়ান্ত।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এই নির্দেশে কোনো পরিবর্তনের সুযোগ নেই। তিনি সবাইকে বিষয়টি গুরুত্ব দিয়ে নেওয়ার আহ্বানও জানান।
বিশ্লেষকদের মতে, পররাষ্ট্রনীতিতে চাপ সৃষ্টি করতে ট্রাম্প আগেও শুল্ককে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এসব শুল্ক আরোপের আইনি বৈধতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় আসার অপেক্ষা করা হচ্ছে, যা ভবিষ্যৎ বাণিজ্যনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: আলজাজিরা
এমএ//