সৌদি প্রো লিগ এখন বিশ্বের অন্যতম সেরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর এই কথায় নিন্দুকরা ট্রল করে। কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপে প্রমাণ হচ্ছে পর্তুগিজ তারকাই সঠিক।
গ্রুপ পর্বে ১৫ বারের ইউসিএল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে জিততে দেয়নি। দ্বিতীয় রাউন্ডের সাবেক ইউরোপ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বিদায় করলো আল হিলাল।
উত্থান–পতনের অবিশ্বাস্য এক লড়াইয়ের পর ম্যানসিটিকে ৪–৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এশিয়ার ক্লাবটি।
ম্যাচের ৯ মিনিটে বার্নেদো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। ৪২ মিনিটে মার্কোস লিওনার্দো সমতায় ফেরার আল হিলালকে। ৫২ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকমের গোলে ২-১ লিড নেয় সৌদি ক্লাবটি। তবে ৫৫ মিনিটে সিটিকে সমতায় ফেরান আর্লিং হালান্ড।
২-২ সমতাতেই নির্ধারিত ৯০ মিনিট শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটে কালিদু কুলুবালি গোল করে ফের এগিয়ে দেন হিলালকে। ১০ মিনিট পরেই ফিল ফোডেন ৩-৩ সমতা করেন।
১১২ মিনিটে নিজের জোড়া গোল করে হিলালকে তৃতীয় বারের মতো এগিয়ে দেন মার্কোস লিওনার্দো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলটিতেই কোয়ার্টার ফাইনালে ওঠে আল হিলাল।