যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে ইউক্রেন। রাশিয়ার অনুমোদনের জন্য চুক্তিটি উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে তা যুদ্ধরত পক্ষগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। রাশিয়ার প্রতিক্রিয়া এবং চুক্তির কার্যকারিতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
তবে একই দিনে (১১ মার্চ) মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমএ//