আন্তর্জাতিক

পাকিস্তান ট্রেন হাইজ্যাক: ১৫০ যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দখলে নেয়া একটি ট্রেনে অভিযান চলছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দেশটির নিরাপত্তা বাহিনী দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে। এ অভিযানে এখন পর্যন্ত ২৭ জন জঙ্গি নিহত হয়েছে।

বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা জিও নিউজ’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সর্বশেষ জঙ্গিকে নির্মূল না করা পর্যন্ত তাদের অভিযান চলবে।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ )বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেসে হামলা চালায়। তারা নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে।

জিও নিউজ বলছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বোলান জেলায় হামলার শিকার জাফর এক্সপ্রেসে থাকা ১৫৫ জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং ২৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।  তবে ট্রেনটিতে ঠিক কত সংখ্যক সশস্ত্র জঙ্গি অবস্থান করছে তা এখনও অজানা। নিরাপত্তা সূত্র জানিয়েছে, অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযানে নামে। বেলুচিস্তান প্রদেশের দুর্গম ভূখণ্ড অতিক্রম করে তারা এলাকাটি ঘিরে ফেলে। অঞ্চলটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো চ্যালেঞ্জিং ছিল। তবু নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করতে বোলান জেলার মুশকাফ এলাকায় পৌঁছে যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ট্রেন #জঙ্গি