নাটোরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রাতে সাংবাদিক কাউসার হাবিব সদর থানায় এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১২ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হককে স্ত্রীকে নির্যাতনের মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও ছবি তোলার সময় পুলিশের কাছ থেকে তাদের উপর হামলা করেন ফজলুল হক।
অভিযোগে আরও বলা হয়, পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে কারাগারে নেয়া হয়। এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক সহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএ//