ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল’কে (আইসিসি) ‘ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড’ বলে সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি রবার্টস।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয়। যা নিয়ে টুর্নামেন্ট চলাকালীন সময় থেকেই সমালোচনায় মুখর ছিলেন একাধিক সাবেক ক্রিকেটার। যার মধ্যে ছিলেন আরেক ক্যারিবিয়ান কিংবদন্তি, ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডস।
ভারতীয় পত্রিকা মিড-ডে’কে দেওয়া সাক্ষাৎকারে রবার্টস বলেন, ‘আইসিসির অবশ্যই ভারতকে '‘না’' বলা শেখা উচিত। তারা সবকিছু পেতে পারে না। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত সুবিধা পেয়েছে। তারা জানতো, তাদের সেমিফাইনাল ম্যাচ কোথায় (গায়ানা) অনুষ্ঠিত হবে।‘
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত কোনো স্থানে ভ্রমণ করেনি। দুবাইতে থেকে সব ম্যাচ খেলেছে। শেষপর্যন্ত নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে দলটি। এসব নিয়ে রবার্টস বলেন, ‘একটা টুর্নামেন্টের মধ্যে কীভাবে একটা দল ভ্রমণ না করে!’
তিনি যোগ করেন, ‘এটা ন্যায্য না, এটা ক্রিকেট না। এখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত। আমি জানি অনেক টাকা আসে ভারত থেকে কিন্তু ক্রিকেট কেবল এক দেশের খেলা হতে পারে না। এটা এখন দেখতে লাগে একটা দেশের প্রতিযোগিতা, যেখানে প্লেয়িং ফিল্ডে কোনো লেভেল নেই।‘
পাকিস্তানের আয়োজনে এবারের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হয়। কিন্তু ভারত পাকিস্তানে ভ্রমণ করবে না বলে আপত্তি জানিয়েছিল। এরপর আইসিসির সিদ্ধান্তে দুবাইতে নিরপেক্ষ ভেন্যু করা হয়, যেখানে কেবল ভারত তাদের সব ম্যাচ খেলেছে।
এমএইচ//