বাংলাদেশ

হজযাত্রীদের সর্বনিম্ন বয়স নির্ধারণ, মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা পালন করতে হবে।

জানা যায়, ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন হজ | ১৫ বছর | ধর্ম মন্ত্রণালয়