জাতীয়

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

ছবি: সংগৃহীত

৪ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি

জানা যায়, বিমান বন্দর থেকে জাতিসংঘ মহাসচিব  হোটেল ইন্টারকনটিনেন্টালে যাবেন।

আগামীকাল পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান সকাল ৯টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরে ওইদিন সকাল ১০টায় গুতেরেস প্রধান উপদেষ্টার কার্যালয়ে  ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন।

বৈঠকের পর, গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি  ফ্লাইটে কক্সবাজার যাবেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জাতিসংঘ মহাসচিব