মো. তানভির (২২) নামের এক যুবককে গত বুধবার (৬ মার্চ) রাতে রাজধানীর বাড্ডার কবরস্থান রোডের খেলার মাঠের পাশে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে একদল ছিনতাইকারী। গুরুতর আহত অবস্থায় রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের মারা যান তিনি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের মা তানিয়া বেগম জানান, গতকাল রাত ১০ টার দিকে তার ছেলে দোকানের কাজ শেষে মধ্য বাড্ডা কবরস্থানের পাশের গলি দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। ওই সময় অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তার ছেলেকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা একটি মোবাইল ও নগদ বারো হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে তারা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ছিনতাইয়ের ঘটনায় যুবকের নিহতের বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
প্রসঙ্গত, নিহত তানভীর মুন্সিগঞ্জ সদরের তুর্কি গ্রামের মো. সাহাদুল্লাহর ছেলে। তিনি মধ্য বাড্ডার কবরস্থান রোড এলাকায় ভাড়া থাকতেন। তিনি একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন তারা স্বজনরা।
এসকে//