আন্তর্জাতিক

ফিলিস্তিনি শিক্ষার্থী গ্রেপ্তারের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ, আটক ১০০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সিএনএন

ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা। এসময় সেখান থেকে প্রায় ১০০জনকে আটক করে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বৃস্পতিবার (১৩ মার্চ) ট্রাম্প টাওয়ারের ভেতর বিভিন্ন স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের আটক করে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ মার্চ) গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করার অভিযোগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেপ্তার করে মার্কিন প্রশাসন।

এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইহুদিপন্থি সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস।’ দুপুরের পর ট্রাম্প টাওয়ারে লাল সার্ট পড়ে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশ ৯৮ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, প্রায় তিন শতাধিক বিক্ষোভকারীর মধ্যে ৯৮ জনকে গ্রেপ্তার কর হয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার (৮ মার্চ) নিজ বাসভবন থেকে খলিলকে গ্রেপ্তার করে ফেডারেল এজেন্ট। এই গ্রেপ্তারের পর ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং নাগরিক স্বাধীনতার সমর্থকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | যুক্তরাষ্ট্র | ট্রাম্প টাওয়ার