লিওনেল মেসি চোটের শঙ্কা নিয়ে তিন ম্যাচ ছিলেন মাঠের বাইরে। এর আগের ম্যাচে বেঞ্চে ফিরলেও মাঠে নামা হয়নি। শুক্রবার (১৪ মার্চ) ক্যাভালিয়েরের বিপক্ষে অবশ্য মেসিকে মাঠে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। শুধু মাঠে খেলেননি, বদলি হিসেবে চমৎকার একটি গোলও করেছেন।
বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি নামেন মেসি। জ্যামাইকার মাঠে প্রথমবারের মতো খেলতে গেছেন তিনি। স্বাভাবিকভাবেই দর্শক উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
ম্যাচের যোগ করা সময়ে গোল আসে মেসির পা থেকে। সতীর্থ সান্তিয়াগো মোরালেসের পাস থেকে বক্সে ঢুকে গোলটি করেছেন এই আর্জেন্টাইন তারকা। মেসির গোল দেখে ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে আনন্দের বন্যা বয়ে যায়।
এতে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এতে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পয়ন কাপের শেষ আটে উঠে গেছে ক্লাবটি।
এমএইচ//