খেলাধুলা

অপেক্ষা বাড়ছে নেইমারের, আর্জেন্টিনার বিপক্ষেও নেই দলে

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ব্রাজিল দলের হয়ে মাঠে নামা আরও লম্বা হচ্ছে নেইমারের। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দলে জায়গা হয়নি তার। নেইমারের জায়গায়  সুযোগ পেয়েছেন এন্দ্রিক।

২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। এখন তিনি খেলছেন তার ছোটবেলার ক্লাব সান্তোসে। ক্লাবটির হয়ে ৭ ম্যাচে ৩ গোল করেছিলেন। অ্যাসিস্ট ছিল আরও ৩ টি।

গত রোববার (২ মার্চ) ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচটিতে পেশিতে চোট পান নেইমার। এই চোটের কারণেই তাকে ব্রাজিল দলে রাখা হয়নি। যা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

নেইমার ছাড়াও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন ও ফ্ল্যামেঙ্গোর দানিলো চোটের কারণে খেলতে পারবেন না। দলে সুযোগ পেয়েছেন লিওঁর গোলরক্ষক লুকাস পেরি ও ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।

বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকান অঞ্চলে ১২ রাউন্ড হসেষে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে ব্রাজিল। আগামী ২০ মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং আর্জেন্টিনার বিপক্ষে ২৬ মার্চ ম্যাচ খেলবে দরিভাল জুনিয়রের শিষ্যরা।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নেইমার | ব্রাজিল