রাজনীতি

সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে পুলিশ

প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন। এ ঘটনার পর কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। এছাড়া কার্যালয়ের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা।

শনিবার (১৫ মার্চ) সকাল থেকেই রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে অবস্থিত সিপিবি কার্যালয়ের সামনে পুলিশের এ সতর্ক অবস্থা দেখা যায়।

পুলিশের অবস্থানের মধ্যেই পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মাগুরায় আট বছর বয়সী শিশু ধর্ষণের প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে  সিপিবি কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে দলের নেতাকর্মীরা।

পতাকা উত্তোলন শেষে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, শিশু ধর্ষণের পর মৃত্যুর এই লজ্জা বাংলাদেশ বুকে ধারণ করতে পারছে না। এ দেশে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, সেটি কল্পনাতীত। তনু হত্যাকাণ্ড নিয়ে সিপিবিই গোটা দেশে জাগরণ সৃষ্টি করেছিলো, যদিও ওই ঘটনার বিচার এখনও হয়নি। ফেনীতে নুসরাতকে হত্যা করা হয়েছিলো, তার জন্যও সিপিবি পদযাত্রা করে সোনাগাজীতে গিয়েছিলো

তিনি বলেন,  আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। একটার পর একটা ঘটনা ঘটছে। তাই আমরা মনে করি নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য, প্রোপাগান্ডা বিভিন্ন মাধ্যমে, পর্যায়ে দেয়া হচ্ছে, সেটি আইন করে নিষিদ্ধ করতে হবে

এর আগে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এই সমাজে এবং পুরুষতান্ত্রিক লালসার শিকার মাগুরার শিশুটির যে মর্মান্তিক মৃত্যু, সেজন্য সিপিবি দেশব্যাপী শোকদিবসের কর্মসূচি ঘোষণা করেছে  পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে সিপিবির শোকমিছিল বের হবে।

অন্যদিকে বাম ঘরানার প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো বেলা ১১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব-ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেন তারা

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, গতকাল থেকে গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে, আমরা যেন এই কর্মসূচি সংক্ষিপ্ত করি, পালন না করি।মামলার ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের আজকের সমাবেশ থেকে দাবি জানাই, অবিলম্বে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ আমল থেকে এই অন্তর্বর্তী সরকারের সময় পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার করতে হবে। আমরা আগামী দিনে আমাদের লড়াই-সংগ্রাম আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব

সমাবেশ থেকে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেন এবং মাগুরায় ধর্ষণসহ দেশের সব নারী নির্যাতন, হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় বিচার দাবি করেনস্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের, বিশেষত মেয়ে ও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

আই/এ    

এ সম্পর্কিত আরও পড়ুন সিপিবি