দেশজুড়ে

স্বামীর জন্য আসন ছেড়ে দিলেন বাবরের স্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা ৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী।

শনিবার (১৭ জানুয়ারি) তাঁর পক্ষে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ আবেদন জমা দেন মাহমুদুল হাসান মাহমুদ। 

গত ২৯ ডিসেম্বর শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  তাহমিনা জামান শ্রবনীর পক্ষে মির্জা হায়দার আলী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে স্বামী-স্ত্রী দুজনের মনোনয়ন বৈধতা পাওয়ায় প্রত্যাহারের শেষ দিনের আগেই প্রত্যাহার আবেদনটি করা হয়। এর আগে তিনি ২০১৮ সালে নেত্রকোনা-৪ আসন থেকে তাহমিনা জামান শ্রাবনী বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, অফিসিয়াল কাজে জেলার বাইরে থাকায় আবেদনটি হাতে না পেলেও এটি তার কার্যালয়ে রয়েছে।

নেত্রকোনা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জামায়াত ইসলাম ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান।

 

আই/এ