ক্রিকেট

বাংলাদেশ–ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানোর ব্যাখ্যা দিলো বিসিবি

অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে বাংলাদেশ-ভারত  প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল বলে জানিয়েছে বিসিবি।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেয় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবি।

বিসিবি জানায়,  অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি, ফলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার সে সময় দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে; কারণ, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যেকোনো স্তরেই একটি মৌলিক শর্ত। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সঙ্গে সব ধরনের যোগাযোগে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,  জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে আজ ভারতবাংলাদেশ ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। ঘটনার পরপরই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ-ভারত