রাজধানী

নিরাপত্তারক্ষীর শটগান ছিনতাই করে নিরাপত্তা দেয়া ব্যক্তিকেই অপহরণ

রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সেকর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা শটগান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরাএসময় যে ব্যক্তিকে তারা নিরাপত্তা দিচ্ছিলেন সেই ব্যক্তিকে অপহরণ করে তারা

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে আজ ১৭ জানুয়ারি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  এলিট ফোর্সের সদস্যরা একজন ব্যক্তিতে নিরাপত্তা দিচ্ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে ১২ নম্বর সেক্টর এলাকায় একটি গাড়িতে করে এসে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় নিরাপত্তারক্ষী মাহবুবকে ব্যাপক মারধর করে তার নিরাপত্তায় থাকা ওই ব্যক্তিকে অপহরণ করে। সেইসঙ্গে মাহবুরের লাইসেন্সপ্রাপ্ত  শটগানটিও নিয়ে যায়।

তিনি বলেন, অপহৃত হওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। মাহবুব গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মাহবুরের ছেলে থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্তে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অপহরণ #উত্তরা