সংস্কারবিহীন নির্বাচন কোনো কাজে দেবে না, রাষ্ট্রের সংস্কার গণপরিষদের মাধ্যমে করতে হবে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৫ মার্চ) দুপুরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, 'আজকের আলোচনায় ৫ আগস্ট-পরবর্তী যে বাংলাদেশ এবং বাংলাদেশের যে গণতন্ত্র একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিফর্ম কমিশনের প্রধানরা তাদের নিজ নিজ কমিশনের সংস্কারের সারসংক্ষেপ তুলে ধরেছেন এবং রাজনৈতিক দলগুলো তাদের দলীয় অবস্থান তুলে ধরেছেন।'
এরপর তিনি বলেন, 'এনপিসির সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, আমরা মনে করি, গণঅভ্যুত্থান পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে, সংস্কার ও বিচার... অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে তৈরি করতে হবে এবং সব রাজনৈতিক দল মিলে যে একটা ঐকমত্য পোষণ করতে হবে যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে। আমরা জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের কথা বলেছি।'
গণপরিষদের মাধ্যমে সংবিধান করতে হবে। এমন অবস্থান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 'সংবিধান সংস্কারের বিষয়ে আমাদের যে অবস্থান, গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। অন্যথায় পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংস্কার টেকসই হবে না... ইতিহাস থেকে এটাই আমরা দেখতে পাই। আমরা দলীয় অবস্থান থেকে আমাদের কথা বলেছি।'
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এই বৈঠকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল; বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এমএইচ//