দেশজুড়ে

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বরিশালে যুবককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এলাকাবাসীর গণপিটুনিতে মো. সুজন নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) নগরীর ধান গবেষণা রোডে এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। পরে তিনি অসুস্থ হয়ে পরলে সন্ধ্যায় সোয়া ৬টায় পুলিশ তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, 'ধান গবেষণা রোডে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন নামের এক যুবককে বেধড়ক মারধর করে বিক্ষুব্ধ জনতা। সুজন ধান গবেষণা রোডের মনির খলিফার ছেলে। পেশায় অটোচলক ছিলেন।‘

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশাল | ধর্ষণ | গণপিটুনি