লাইফস্টাইল

ছোট থেকেই সন্তানকে শেখান এই ৫ জিনিস, বড় হয়ে ভালো মানুষ হবে

বাবা-মায়েরা সন্তানদের লালন-পালনে কোনও কমতি করেন না। তারা চান, সন্তান ভবিষ্যতে যাতে সফল হয়। প্রত্যেক বাবা-মা চান তাদের সন্তান জীবনে সাফল্য এবং সন্তুষ্টি অর্জন করুক। এ জন্য শৈশব থেকেই শিশুদের শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা বাবা-মায়েদের তাদের সন্তানদের ছোট থেকেই শেখানো উচিত।

১. পরিষ্কার-পরিচ্ছন্নতা :

ছোটবেলা থেকেই শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং এর গুরুত্ব সম্পর্কে শেখানো উচিত। তাদের হাত ধোয়া, বাথরুম ব্যবহার করা এবং তাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলা উচিত।

২. অন্যদের প্রতি দয়া ও সহানুভূতি :

বাবা-মায়ের উচিত তাদের সন্তানদের অন্যদের প্রতি দয়া এবং সহানুভূতির অনুভূতি বুঝতে সাহায্য করা। এর পাশাপাশি, তাদের মানুষকে সাহায্য করার মনোভাব তৈরি করতে হবে।

৩. শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার গুরুত্ব :

 ছোটবেলা থেকেই শিশুদের শৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনার গুরুত্ব শেখানো খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই তাদের সময়মতো ঘুম থেকে ওঠা, খাওয়া, পড়াশোনা এবং ঘুমানোর অভ্যাস থাকায়, বড় হওয়ার পরেও তারা তা অনুসরণ করে।

৪. নতুন জিনিস শেখার অভ্যাস :

বাবা-মায়ের উচিত তাদের সন্তানদের মধ্যে শেখার অভ্যাস গড়ে তোলা। তাদের সর্বদা নতুন জিনিস বুঝতে এবং শেখার জন্য উৎসাহিত করা উচিত। এতে শিশুদের মনে নতুন কিছুর প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা সর্বদা নতুন কিছু শেখার চেষ্টা করবে।

৫. অর্থের গুরুত্ব :

ছোটবেলা থেকেই শিশুদের অর্থের গুরুত্ব এবং সঞ্চয় বা সেভিংস সম্পর্কে বলা উচিত। শিশুদের তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য করতে শেখা উচিত এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন সন্তান | বাবা-মা