আন্তর্জাতিক

যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধবিরতির মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বিমান হামলা চালিয়েছে। এই বর্বর হামলায় শিশুসহ অন্তত ২০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৭৪ জন উপত্যকার দক্ষিণাঞ্চলের। আহত হয়েছে শতাধিক মানুষ।

মঙ্গলবার (১৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,  মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বোমা হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়,  এই হামলার মাধ্যমে ইসরাইল গেলো ১৯ জানুয়ারিতে শুরু হওয়া  যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটিই ইসরাইলিরের সবচেয়ে বড় হামলা।

বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ইসরাইল দাবি করেছে। 

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে হামলার ফলে অন্তত ২০ জন নিহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল-তাবি'ইন স্কুলে দখলদার ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এছাড়া উপত্যকার দক্ষিণাঞ্চলে বোমা হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছেন।

ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর প্রেক্ষাপটে এখন ইসরায়েল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনায় রয়েছে। এরই মাঝে যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরাইল সময়িক হামলা শুরু করে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে গাজা উপত্যকা জুড়ে হামাসের উপর ব্যাপকভাবে আক্রমণ করছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা উপত্যকা | হামাস | ইসরাইল