ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আলোচিত ইন্টারনেট ইনফ্লুয়েনসার ওরিকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে থাকা আরও সাতজন বন্ধুকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বৈষ্ণোদেবী মন্দিরের অদূরে এক হোটেলে বসে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন আলোচিত ইন্টারনেট ইনফ্লুয়েনসার ওরি। হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠার পর পুলিশ তাকে আটক করে।
ওই এলাকায় আগে থেকেই মদ্যপান ও আমিষ খাবারের ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে সেই নিয়ম অমান্য করেই ওরি ও তার সঙ্গীরা মদ্যপান করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন।
ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: আনন্দবাজার
এসি//