দেশজুড়ে

জান্নাত বিক্রির নামে মানুষকে ধোঁকা দিচ্ছে একটি দল : রুমানা মাহমুদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

ভোট দিলে পাল্লায়, পাবে আল্লাহ”—এ কথা বলা শিরকের শামিল। আল্লাহ ছাড়া কেউ জানে না কে জান্নাতে যাবে। তাই এমন কথায় মানুষকে বিভ্রান্ত করা ইসলামের শিক্ষা বিরোধীমন্তব্য করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আয়োজনে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‍্যালিতে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

সাবেক এ সংসদ সদস্য বলেন,নামাজ, রোজা বা ইবাদত মানুষ নিজের জন্যই করে। এসব ইবাদতের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। অথচ আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি দল জান্নাতের টিকিট বিক্রির মতো প্রচারণা শুরু করেছে, যা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জনগণকে ধোঁকা দেওয়ার শামিল।

রুমানা মাহমুদ  বলেন,ওলামা দল শুধু উপদেশ দেয় না, কাজের মাধ্যমে তার প্রমাণ দেয়। বিএনপির এখন সবচেয়ে বেশি প্রয়োজন ওলামা দলের নৈতিক দিকনির্দেশনা। কারণ এই সংগঠনের মধ্যে দুর্নীতি নেই, আছে দেশপ্রেম ও ইসলামের প্রতি দায়বদ্ধতা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাঁর জানাজায় অল্প কয়েকজন মানুষ অংশ নিলেও ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় লাখো মুসুল্লি অংশ নেন। দেশের আলেম-ওলামারা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র হবে সবার। ইসলাম শিখিয়েছেনিজ ধর্ম পালন করো, অন্যের ধর্মের স্বাধীনতাকেও সম্মান দাও। কিন্তু আজ কিছু মানুষ ইসলামকে ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রির নামে ভণ্ডামি করছে, এরা মুনাফিক ছাড়া কিছুই নয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সদস্য কাজী মাওলানা মো. মশিউর রহমান রহমান এবং সাংবাদিক শেখ মো. এনামুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মো. মকবুল হোসেন চৌধুরী, গাজী আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, ঢাকা মহানগর উত্তর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক আহ্বায়ক হাফেজ মাওলানা মো. জসিম উদ্দিন, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মাওলানা মো. জসিম উদ্দিন, এবং সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন ওলামা দল সিরাজগঞ্জ শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নূরনবী হোসাইনী।

অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালি ভাসানী মিলনায়তন থেকে শুরু হয়ে এসএস রোড হয়ে বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়। এতে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া ও এনায়েতপুরসহ বিভিন্ন উপজেলা ও থানা ওলামা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ