জাতীয়

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি: ধর্ম উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে নিশ্চিত করেছেন সৌদি রাষ্ট্রদূত। এ তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে ওমরাহ ভিসা বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের হজ-ওমরাহ এজেন্সির প্রতিনিধিদের, ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং বা রিজারভেশন ও এয়ারলাইন্সের টিকিটসহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট বা কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। আর সৌদি ওমরাহ এজেন্ট কিংবা কোম্পানি যদি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা নেবে। 

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে- টিকেট সংগ্রহকারী কোন যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি অনুযায়ী তার টাকা ফেরত দেয়া হচ্ছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে- রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যেতে পারবেন না, তাদের সাথে আলোচনা করে ঈদ-উল-ফিতরের পরে এবং আগামী জুলাই মাসে ওমরাহ পালনের সুযোগ রেখে টিকেট পরিবর্তন করে দেয়া হচ্ছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য সরকারের নজরে এসেছে। সরকার বারবারই বলছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা যেভাবে ফরেন মিডিয়া কিংবা বিদেশিরা বলছে সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরও সরকার অত্যন্ত সজাগ আছে। কিছু মাজারে হামলা হচ্ছে, ভাংচুর হচ্ছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত সিরিয়াস ও সচেতন রয়েছে।

তিনি বলেন, অপরাধীদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হলে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি বলেন, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে হিসাব রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে জানাবে।

এছাড়া তিনি আরও জানান, নিষিদ্ধ কোনো সংগঠন যেন তৎপরতা চালাতে না পারে, সে ব্যাপারে সরকার সজাগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

 

এসি//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ওমরাহ ভিসা | সৌদি রাষ্ট্রদূত | ধর্ম উপদেষ্টা