আন্তর্জাতিক

এক রাতেই ৪০৪ ফিলিস্তিনি হত্যা, নেতানিয়াহু বললেন ‘শুরু মাত্র’

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় আবারও রক্ত ঝরছে। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে এক ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ভোররাতে, যখন গাজার অসংখ্য মানুষ সেহরির প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই আকাশে গর্জে ওঠে বোমারু বিমান। মুহূর্তের মধ্যে গোটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।

বুধবার (১৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এক রাতের ভয়াবহ এই হামলায় কমপক্ষে ৪০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৫৬২ জনের বেশি মানুষ গুরুতর আহত। ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ আটকে আছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ভোররাতে তাদের ঘুমন্ত অবস্থায় বোমা বর্ষণ করে হত্যা করা হয়েছে। এই হামলাকে গাজার ওপর চালানো সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজায় এই হামলা কেবল শুরু মাত্র।

সরকারি সম্প্রচারমাধ্যমে দেয়া এক ভাষণে তিনি দাবি করেন, ‘আমরা যুদ্ধবিরতি কয়েক সপ্তাহ বাড়িয়েছিলাম, কিন্তু বিনিময়ে আমাদের জিম্মিদের ফেরত পাইনি। আমরা মার্কিন দূতের প্রস্তাব গ্রহণ করেছিলাম, তবে হামাস সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাই আমাদের আর বিকল্প নেই। আমি আগেই সতর্ক করেছিলাম, যদি আমাদের বন্দিদের মুক্তি না দেয়া হয়, তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব- এবং আমরা তা করেছি।’’

এর আগে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নতুন শান্তি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, যেখানে ৫০ দিনের যুদ্ধবিরতির জন্য পাঁচজন ইসরাইলি বন্দির মুক্তি, কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার শর্ত ছিল। হামাস সেই প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছিল। তারা একজন ইসরাইলি-আমেরিকান সৈন্য মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং চারজন মৃতদেহ ফেরত দিতে রাজি হয়েছিল। তবে ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

গাজার ওপর এই বর্বর হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। খোদ ইসরায়েলের হাজার হাজার মানুষ তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হয়ে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনেও বিক্ষোভ মিছিল করেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে শত শত মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে শ্লোগান দেন। জর্ডানের রাজধানী আম্মান, ফ্রান্সের প্যারিসসহ বিশ্বের বিভিন্ন শহরে ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। গাজার মানুষদের প্রতি সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | ইসরাইলি হামলা | বেনিয়ামিন নেতানিয়াহু