সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী, এতে তিনি গুরুতর আহত হন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার ওই কিশোরকে আটক করতে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশের উপর হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে স্থানীয়রা এক কিশোরকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে। তারা অভিযুক্ত যুবককে গাড়ি থেকে নামিয়ে এনে তাকে আবারও গণপিটুনি দেয়। এক পর্যায়ে জনতা পুলিশের সদস্যদের ওপর হামলা চালায়।
এএসআই জানান, রাত সোয়া ১২টা পর্যন্ত তাদের ৭-৮ জন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রেখেছে। তদন্ত ওসিসহ পাঁচজনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসমাইল হোসেন আরও জানান, বর্তমানে মধ্যপাড়া এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
এসি//