ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলায় বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি আকাশসীমায় প্রবেশের আগেই তারা প্রতিহত করেছে।
এ হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হুথিরা এরইমধ্যে মূল্য দিয়েছে, এবং ভবিষ্যতেও দেবে।
গেলো ১৮ মার্চ ইসরাইলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। এই পরিস্থিতিতে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে পুরো ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে। তবে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে আইডিএফ দাবি করেছে।
এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে ‘সম্পূর্ণরূপে নির্মূল’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানকে আবারও হুতি গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার আহ্বানও জানান তিনি। গাজা সংঘাতের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মধ্যে গেলো বুধবার এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘হুতি বর্বরদের প্রচণ্ডভাবে ক্ষতি করা হয়েছে। সামনে তাদের অবস্থা ক্রমশ আরো খারাপের দিকে যাবে। এটা এমনকি একটা সমান সমান লড়াইও নয়, কখনও হবেও না। তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে!’
ট্রাম্পের এই হুঁশিয়ারির পরই রাজধানী সানাসহ বিভিন্ন জেলায় হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় ১৬ হুতি যোদ্ধা নিহত হয়েছেন।
এমএ//