ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালানো শেষে এবার স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেটজারিম করিডোর পর্যন্ত অগ্রসর হয়েছে। গাজায় পুনরায় স্থল অভিযান জোরদার করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ ওই অঞ্চলের স্থল সীমান্তের তিন পাশের বিশাল এলাকা খালি করার আদেশ জারি করেছে, যা শিগগিরই বড় ধরনের স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিচ্ছে।
হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গেলো ৪৮ ঘণ্টায় কমপক্ষে ৯৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শত মানুষ।
গেলো বুধবার (১৯ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি হতাহতের এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৪৮ হাজার ৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে।
এদিকে, ফিলিস্তিনের উত্তর গাজা থেকে দক্ষিণে যাতায়াতের জন্য নির্ধারিত প্রধান রুট সালাহ আল-দিন স্ট্রিট বন্ধ করে দিয়েছে ইসরাইল। এটি একটি নতুন চুক্তি লঙ্ঘন, যা হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির পরিপন্থি।
বুধবার (১৯ মার্চ) ইসরাইলি সংবাদমাধ্যম অনুযায়ী, ইসরাইলি ট্যাংক প্রথমবারের মতো গাজা সিটির দক্ষিণে নেযারিমের কাছে সালাহ আল-দিন স্ট্রিটের পৌঁছেছে এবং চলাচল বন্ধ করে দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, হামাস এবং ফিলিস্তিনিদের ওপর আরও চাপ সৃষ্টি করার জন্য সালাহ আল-দিন স্ট্রিট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।