আন্তর্জাতিক

পুতিনের পর জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়, এক ঘণ্টা ধরে চলা ফোনালাপের পরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ‘আলাপ খুব ভালো হয়েছে। আমরা ঠিক পথেই আছি।’

ট্রুথ সোশ্যালে ট্রাম্পে আরও জানান, ‘আলোচনার বেশিরভাগ অংশই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করা ফোনালাপের ওপর ভিত্তি করে। এটি করা হয়েছে যাতে করে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই তাদের অনুরোধ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায়।’

এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৭৫ বন্দি বিনিময় হয়েছে।সমঝোতার ভিত্তিতে গেলো বুধবার (১৯ মার্চ) এই বন্দি বিনিময় করে মস্কো ও কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে গুরুতর আহত সেনা ও যোদ্ধা ছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে রাশিয়ায় আটক রাখা হয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুভেচ্ছার নিদর্শন হিসাবে আমরা ২২ জন গুরুতর আহত ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছি। তবে প্রতিশ্রুতি অনুযায়ী, ২৩ জনকে মুক্তি দেয়ার কথা ছিল মস্কোর।  একজনকে মুক্তি না দেওয়া নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়া | ভ্লাদিমির পুতিন | ইউক্রেন | জেলেনস্কি