পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে ২ মাসের আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এ সংক্রান্ত একটি চিঠিও দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, গেলো বুধবার (১৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের একজন কূটনীতিক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশিকে ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি পৌঁছে দিয়েছেন।
হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি সমঝোতায় আসতে রাজি না হয়- সেক্ষেত্রে তার পরিণতি ভোগ করতে হবে দেশটিকে।
এদিকে, এক ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, তার মুক্তির বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, ২০২২ সালের অক্টোবর থেকে নিরাপত্তার অভিযোগে তাকে দেশটিতে আটক রাখা হয়, তবে তিনি এখন ফ্রান্সে ফিরে এসেছেন।
সোশ্যাল মিডিয়া এক্সে ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, সে এখন ‘মুক্ত ও তার প্রিয়জনদের সঙ্গে আছেন। প্যারিস যাদের রাষ্ট্রীয় জিম্মি হিসেবে দেখে ইরানে এখনও আটক থাকা এমন আরো দুই ফরাসি নাগরিকের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
এমএ//