পটুয়াখালীর দুমকিতে কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাকিব মুন্সি (১৯) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাকিব পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত মামুন মুন্সির ছেলে। গতকাল রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটে। বুধবার দুপুরে ভুক্তভোগী দুমকি থানায় মামলা করেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অপর আসামি সিফাত মুন্সি (২০)ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন । মঙ্গলবার বিকেলে বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে যাওয়ার পথে অভিযুক্ত সাকিব ও সিফাত কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে পাশের একটি বাড়িতে ধর্ষণ করে। এসময় আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়।
এ ঘটনার পর আজ ভুক্তভোগীকে দেখতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক দিলরুবা ইয়াসমিনের কক্ষে গিয়ে ছাত্রীর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পাটির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।
আই/এ