জাতীয়

৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত

আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) এখন নতুন করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেয়া হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ পাঁচ এজেন্ডা নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়সভায় সভাপতিত্ব করেন  নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের জন্য ইতোমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এরই মধ্যে দেশের ৬৪ জেলা থেকে চারশর মতো আবেদন এসেছে ইসিতে। এসব আবেদনে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।

এছাড়াও রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে ইসিআগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদনের আহ্বান করা হয়েছে। পাশাপাশি পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের কথা ভাবছে সংস্থাটিএক্ষেত্রে মূল্যায়নে না টিকলে অনেক পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল করা হতে পারে। আবার ভোটকেন্দ্রের নীতিমালা এবং নির্বাচন আচরণ বিধি সংশোধনের কথা ভাবছে ইসি।

আগামী ডিসেম্বরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এজন্য সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ইসি