দেশজুড়ে

সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা নিহত

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে দিনে দুপুরে বাড়ির পাশে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাশেম (৫৭) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। পরিবারের দাবি রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হতে পারে। তবে কে বা কারা এ হত্যায় জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এ ঘটনা ঘটে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন,

নিহতের ছোট ভাই খলিলুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সড়কেই সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে। তবে কারা কুপিয়েছে বা কতজন তা জানি না। সে একা ছিল। একা পেয়ে তাকে কুপিয়েছে। রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হতে পারে বলে তার ধারণা

গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বায়ান্ন টিভিকে বলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।  রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা তার।

মৃত আবুল কাশেম (৫৭) ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | ধামরাই