খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব

ভিনিসিয়াসের অন্তিম উপহারে ব্রাজিলের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক

কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহূর্তের গোল সেলেসাওদের ২-১ গোলে জয়ের স্বাদ দিয়েছে। ব্রাজিলের পক্ষে বাকি এক গোল করেছেন রাফিনিয়া।

শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল।

রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে বাম প্রান্তে ঘোরাঘুরি করছিলেন ভিনিসিয়াস জুনিয়র।  বক্সের বেশ খানিকটা দূর থেকে আচমকা নিলেন শট। হা করে তাকিয়ে থাকলেন কলম্বিয়ার দর্শকরা

ম্যাচের অন্তিম মুহুর্তে ভিনির গোলটির আগে ব্রাজিলকে প্রথম লিড এনে দিয়েছিলেন রাফিনিয়া। ম্যাচের একদম শুরুতে ভিনির আদায় করা পেনাল্টি থেকে লিড এনে দিয়েছিলেন এই বার্সেলোনা তারকা।

ম্যাচের শুরুর দিকে খুঁজে পাওয়া না গেলেও ৪১ মিনিটে সমতায় ফিরেছিলো কলম্বিয়া।  ব্রাজিলের প্রতিরোধ ভেঙে দিয়েছিলেন ‍লুইস দিয়াজ।  

প্রায় ড্র করে মাঠ ছাড়ার পর্যায়ে ছিল ব্রাজিল। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্ত তখন। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গিয়ে দূরের পোস্টে হেড করতে গিয়ে মাথায় চোট পান ডিফেন্ডার গুইলার্মে অ্যারানা। এর কয়েক সেকেন্ড বাদেই ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার আড়াআড়ি শট নেন ভিনিসিয়াস। আর ব্রাজিল পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত গোল।

এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো ব্রাজিল। আগামী ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ওয়াইএএস// এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন রাফিনিয়া | ব্রাজিল | ভিনিসিয়াস জুনিয়র