যুদ্ধবিরতি বানচাল করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা শুরু করেছে দখলদার ইসরাইল বাহিনী। গেলো তিন দিনের হামলায় এখন পর্যন্ত অন্তত ২০০ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোররাতে চালানো ইসরাইলি হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩৩ জন। এ নিয়ে তিন দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯০।
শুক্রবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, তিন দিনে ২০০ শিশুসহ ৫৯০ জন ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০৪২ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে চালানো এই বর্বর গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬১৭ জনে।
মঙ্গলবার (১৮ মার্চ) যুদ্ধবিরতি ভঙ্গ করে ভোররাত থেকে বিমান হামলা শুরু করে দখলদার ইসরাইল বাহিনী। এতে এক দিনে নিহত হয় ৪০৪ জন ফিলিস্তিনি। বিমান হামলা ও স্থল হামলা তীব্রতর হতে থাকলে মৃতের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে।
এদিকে হামলার জবাবে ইসরাইলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরাইল বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে এ হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে হামাস।
এমএ//