খেলাধুলা

সৃষ্টিকর্তা যদি চান, একদিন লাল-সবুজের জার্সি পরবো: ফাহামিদুল

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাহামিদুল ইসলাম/ফেসবুক

তরুণ ফুটবলার ফাহামিদুল ইসলামকে নিয়ে কম উন্মাদনা হলো না। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন ইতালি-প্রবাসী এই ফুটবলার। কিন্তু সৌদি আরবের ক্যাম্প শেষ করে যখন দল দেশে ফেরে, তখন আর সেখানে দেখা যায় না ফাহামিদুলকে। কোচ হাভিয়ের কাবরেরা তাকে বাদ রেখেছেন এবং এ নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন। এরপর ফাহামিদুলকে দলে ফেরাতে ফুটবল সমর্থকরা বিক্ষোভ পর্যন্ত করেছেন।

ফুটবল সমর্থকদের এমন উন্মাদনা দেখে চুপ করে থাকেননি ফাহামিদুল। নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ফাহমিদুল ইসলাম, বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার যাত্রাপথে বড় ছাপ ফেলেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে মনের গভীর থেকে ধন্যবাদ জানাই।

এরপর লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল দলে খেলার জন্য প্রস্তুত হচ্ছিলাম আমি। কিন্তু দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনা মতো এগোয়নি। তবে আমি বিশ্বাস করি, যা হয় সেটা কোনো না কোনো কারণেই হয় এবং আমার পথচলা কোনভাবেই শেষ হয়ে যায়নি। সৃষ্টিকর্তা যদি চান, একদিন আমি লাল-সবুজের জার্সি পরে মাঠে নামব, দেশ ও সমর্থকদের জন্য আমার সবকিছু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত, সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাব।

কোচ কাবরেরা এরমধ্যে জানিয়েছেন ফাহামিদুল প্রতিভাবান, বাংলাদেশে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলা এই ১৮ বছর বয়সী তরুণ সেই ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছেন।

এমএইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ফাহামিদুল ইসলাম | ফেসবুক | এশিয়ান কাপ বাছাইপর্ব