বাংলাদেশ

বিমসটেকের সম্মেলন

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামী ৩ থেকে ৪ এপ্রিল বিমসটেকের সম্মেলনে যোগ দিতে ব্যাংককে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে ইউনুসের একটি বৈঠক আয়োজন করতে দিল্লিকে একটি চিঠি দিয়েছে ঢাকা। বৃহস্পতিবার চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তবে শুক্রবার (২১ মার্চ) ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইউনূস মোদির এই সম্ভাব্য বৈঠক নাও হতে পারে। বিষয়টি নিয়ে জানা আছে তিনজন ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক এসব ব্যক্তি বলছেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে, সেই হিসেবে বলা যায় দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক নাও হতে পারে। বিশেষ করে বাংলাদশের অন্তর্বর্তী সরকারের বেশকিছু উপদেষ্টা ভারত সম্পর্কে যে ধরনের বক্তব্য দিচ্ছে, তা মোটেও আনুষ্ঠিক বৈঠকের জন্য অনুকূল নয়।

দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটেভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোপারেশনকে সংক্ষেপে বিমসটেক বলা হয়। এবারের সংগঠনটির ষষ্ঠ সম্মেলন এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে । এতে সদস্য রাষ্ট্র হিসেবে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড   

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন ইউনূস | মোদি | ব্যাংকক