স্বাভাবিক হতে শুরু করেছে হিথ্রো বিমানবন্দরের ফ্লাইট চলাচল। নিকটবর্তী বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ডের ফলে প্রায় একদিন বন্ধ থাকার পর শুক্রবার (২১ মার্চ) গভীর রাত থেকে ফের কর্যক্রম শুরু হয়েছে বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরের।
বিমানবন্দরের বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ পরিষেবা কর্মী ও বিমানবন্দরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফের চালু করা সম্ভব হয়েছে বিমান চলাচল।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শিডিউল অনুসারে- শুক্রবার (২১ মার্চ) হিথ্রোতে উড্ডয়ন-অবতরণের কথা ছিল ১ হাজার ৩৫১টি ফ্লাইটের। এসব ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৯১ হাজার। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিথ্রোর পরিবর্তে ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছিল।
যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়ে হিথ্রো বিমানবন্দরের শীর্ষ নির্বাহী থমাস বলেন, ‘শুক্রবার একেবারেই সীমিত সংখ্যক ফ্লাইট ওঠা-নামা করেছে। আশা করছি শনিবার থেকে বিমানবন্দর পরিষেবা আবার স্বাভাবিক হবে।‘
উল্লেখ, শুক্রবার (২১ মার্চ) ভোরের দিকে হিথ্রো বিমানবন্দর থেকে প্রায় দেড় মাইল উত্তরে হেইস শহরে সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্বের অন্যতম বৃহৎ ও ব্যস্ত বিমানবন্দরটি।
এমএ//