লাইফস্টাইল

ঘষাঘষি ছাড়াই প্যানের পোড়া দাগ তোলার সহজ ও কার্যকরী উপায়

লাইফস্টাইল

ছবি: সংগৃহীত

রান্নাঘরের গুরুত্বপূর্ণ সরঞ্জাম কড়াই বা প্যানের তলায় পোড়া দাগ পড়ে গেলে সাধারণ স্ক্রাবিংয়ের মাধ্যমে তা উঠানো প্রায়ই অসম্ভব হয়ে যায়। কিন্তু জানেন কি এসব জেদি দাগ সহজেই ঘষা ছাড়া পরিষ্কার করা সম্ভব?কিছু প্রাকৃতিক এবং সহজ উপায় ব্যবহার করলেই আপনি দ্রুত এবং কার্যকরভাবে আপনার কড়াই বা প্যানের পোড়া দাগ তুলতে পারবেন।

বেকিং সোডা ও ভিনিগার

পোড়া প্যানে এক কাপ ভিনিগার ঢেলে অল্প আঁচে গরম করুন। তারপর তাতে বেকিং সোডা ছিটিয়ে দিন। এতে ফেনা তৈরি হবে। ১০ মিনিট অপেক্ষা করুন, তারপর কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন পোড়া দাগ উঠে যাবে।

ডিশওয়াশিং লিকুইড দিয়ে ফুটানো

প্যানের পোড়া অংশে কিছু জল দিয়ে কয়েক ফোঁটা ডিশওয়াশিং লিকুইড দিন। ৫-১০ মিনিট ফুটিয়ে নিন, এরপর ঠান্ডা হতে দিন। পোড়া দাগ সহজেই উঠে যাবে।

লেবু ও জল

লেবু খুবই কার্যকরী একটি পরিচ্ছন্নকরণ উপাদান। প্যানে কয়েকটি লেবুর টুকরো কেটে জল দিয়ে ফুটিয়ে নিন। কিছুক্ষণ পরে নামিয়ে ফেলুন। পোড়া দাগ সহজেই উঠে যাবে।

হাইড্রোজেন পারঅক্সাইড

পোড়া অংশে হাইড্রোজেন পারঅক্সাইড ঢালুন এবং অল্প আঁচে গরম করুন। কিছুক্ষণ পরে ফেনা তৈরি হবে। তারপর গ্যাস বন্ধ করে কিছু সময় অপেক্ষা করুন এবং ধুয়ে ফেলুন। তবে, এটি ব্যবহারের সময় গ্লাভস পরুন, কারণ এটি ত্বকের ক্ষতি করতে পারে।

নুন ও গরম জল

কড়াই বা প্যানের পোড়া অংশে একটি মোটা স্তর করে নুন ছড়িয়ে দিন। গরম জল ঢালুন এবং সারারাত রেখে দিন। পরের দিন দাগগুলো সহজেই উঠে যাবে।

এই উপায়গুলো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি,যা রান্নাঘরে সহজেই পাওয়া যায়। কোনো কারণে প্যান বা কড়াই বাতিল করার দরকার নেই। যদি প্যান বা কড়াই পুড়ে যায় তাহলে এই প্রাকৃতিক উপায়গুলো ব্যবহার করে আপনিও সহজে এটি পরিষ্কার করতে পারবেন সাথে রান্নাঘরের সামগ্রীকে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন রান্নাঘরে | কড়াই বা প্যানে