রাজধানী

উত্তরায় আগুনে নিহত ৬ জনের মৃত্যুর কারণ জানালেন চিকিৎসক

রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই পরিবারের শিশু ছয় সদস্য নিহত হয়েছেনতাদের শরীরে পোড়া ক্ষত না থাকলেও ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছেনিহতরা হলেন- ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান।

শুক্রবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত নেই। আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, আমরা এখন পর্যন্ত যতটুক তথ্য তদন্তে পেয়েছি যে ভবনটির দোতলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত হয়েছে। সেটি ওই রান্নাঘরের বৈদ্যুতিক গোলযোগের কারণে হতে পারে নয়তো গ্যাস লিকেজ থেকে হতে পারে। তবে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই

ফায়ার সার্ভিস জানায়, ভবনের ছাদে তালা লাগানো ছিল। অনেকে বের হতে পারেনি। বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কাজেও সমস্যা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #উত্তরা