দেশজুড়ে

শ্যালকের হাতে দুলাভাই নিহত

রাজশাহী প্রতিনিধি

ফাইল ছবি

রাজশাহী মহানগরীতে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই  নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪৮)। রুহুল আমিন নগরীর শাহমখদুম থানার কালুর মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বায়ান্ন টিভিকে এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি মাপজোখ নিয়ে দুলাভাই রুহুল আমিনের সাথে শ্যালক মিন্টুর কথা কাটকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এসময় মিন্টু হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করে।

এতে রুহুল আমিন গুরুত্বর আহত হন। পরে লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, আমিন হাসপাতালে মারা গেছেন। তার মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহী | দুলাভাই