বিনোদন

এবার দীপিকা-প্রিয়াঙ্কার স্থান নিতে চলেছেন কিয়ারা!

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

কিয়ারা আডবাণী বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে স্থান করে নিতে চলেছেন।  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মা হওয়ার সুখবর দিয়েছিলেন তিনি।  সেই সাথে এখন তার কর্মজীবনেও আরও এক সাফল্য অপেক্ষা করছে।

কিয়ারার নতুন ছবি ‘টক্সিক’ মুক্তির প্রস্তুতি নিচ্ছে।  তার জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।  এর আগে কিয়ারা তার ছবি ‘গেম চেঞ্জার’ এর জন্যও যথেষ্ট মাত্রার পারিশ্রমিক পেয়েছিলেন।

‘টক্সিক’ ছবিতে কিয়ারাকে দক্ষিণী সুপারস্টার যশের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।  এই ছবিতে কিয়ারার পারিশ্রমিকের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের শীর্ষ পারিশ্রমিক নেয়া অভিনেত্রীদের তালিকায় নাম লেখাচ্ছেন তিনি।  তার অনেক আগেই দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া সেই তালিকার শীর্ষে রয়েছেন।  দীপিকা বর্তমানে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এবং প্রিয়াঙ্কা চোপড়া এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে অভিনয় করার জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।

কিয়ারার পরবর্তী ছবি ‘ওয়ার ২’ তে হৃতিক রোশনের বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যাবে।  কিয়ারার এই পরিশ্রম আগামী দিনে আরও বেশি কাজের সন্ধান দেবে।  তাছাড়া তার এই পারিশ্রমিকের উত্থান এবং দক্ষতা তাকে এক শীর্ষ স্তরের অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন কিয়ারা আডবাণী | ‘টক্সিক