জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে।’
শনিবার (২২ মার্চ ) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি মাছউদ বলেন, ‘একটি নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তি। তালিকা যত নিখুঁত হবে, নির্বাচন ততই স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। তাই নির্বাচন কমিশন যথাযথভাবে সব প্রস্তুতি নিচ্ছে।’
সকাল সাড়ে ১০টার দিকে মির্জাপুরে পৌঁছালে নির্বাচন কমিশনারকে স্বাগত জানান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা।
পরে তিনি বানাইল ইউনিয়ন পরিষদে ভোটার নিবন্ধন কার্যক্রম সরেজমিনে দেখেন এবং সেখানে কর্মরতদের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচনকে সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এসি//