অন্তর্বর্তী সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। মানুষের নিরাপত্তার শঙ্কা দিন দিন বাড়ছে। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় উদ্বেগ জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
শুক্রবার (২১ মার্চ) ঢাকা জেলার ধামরাই মন্নু কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্বেগ জানান।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে অভি বলেন, আপনাকে চেয়ারে বসানোর জন্য জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করেন নাই। ১৯৭০ সালে পাকিস্তান যদি শেখ মুজিবুর রহমানকে আসন ছেড়ে দিত, প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিত তাহলে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতো কিনা সে বিষয়ে আমরা সন্ধিহান।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভোটের জন্য মানুষের বাক স্বাধীনতার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে। সে আন্দোলন সংগ্রামের তাগিদে আমরা গত ৫ আগস্ট রাজপথে থেকে দেখেছি সারা বাংলাদেশে ছাত্র জনতা কৃষক শ্রমিক রাজপথে নেমে এসেছে এবং শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে।
মানুষের ম্যান্ডেট কাজে লাগিয়ে ক্ষমতার চেয়ারে বসে সংস্কারের কথা বলেন, কি সংস্কার করবেন আপনারা? শেখ হাসিনার ফাঁসি, মানবতাবিরোধীদের বিচার করা বা এ বিচার প্রক্রিয়া দীর্ঘ সময়ের ব্যাপার। এ সমস্ত অযুহাত না দেখিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন।
এ সময় তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কাশেমকে নৃশংস ভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এরা যে দলের হোক তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান এ সেচ্ছাসেবক দল নেতা।
দোয়া ও ইফতার মাহফিলে ধামরাই পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফিরোজ আহমেদ, সদস্য সচিব ও ধামরাই সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর আকিব আলী,সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. মেহেদী হাসান মাসুম প্রমুখ।
আই/এ