দেশজুড়ে

টেকনাফ উপকূলে চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় নৌকাডুবির ঘটনায় চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে। 

শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলে মরদেহগুলো ভেসে আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। সেসময় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও, তখনো নিখোঁজদের সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। পরে শনিবার রাতে উপকূলে ভেসে আসা চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।  

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন টেকনাফ