দেশজুড়ে

শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

বায়ান্ন বিনোদন

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এক তরুণকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২২ মার্চ) বিকেলে অভিযুক্ত জাহিদুল ইসলাম মুন্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

ওসি ইমতিয়াজ আহমেদ জানান, গেলো বৃহস্পতিবার (২০ মার্চ) শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে মুন্না। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা ওই রাতেই বাদী হয়ে মুন্নাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সেই রাতেই অভিযান চালিয়ে মুন্নাকে পুলিশ গ্রেপ্তার করেন।  শনিবার (২২ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে  কারাগারে পাঠানো হয়।  

ওসি আরও জানান, শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার (২১ মার্চ) দুপুরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন পটুয়াখালী | ধর্ষণের অভিযোগ