২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিনোদন জগতে একসময় রাজত্ব করা রচনা বন্দ্যোপাধ্যায় এখন রাজনীতির মঞ্চে। নিজের সাংসদ হওয়ার পর তিনি হুগলির উন্নয়নের দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন।
তিনি জানিয়েছেন, এই মুহূর্তে রাজনীতির বাইরের কিছু নিয়ে ভাবার সময় নেই। তবে ভবিষ্যতে কী হবে সেটা বলা মুশকিল। তবে নিজের মিষ্টি ব্যবহার ও জনপ্রিয়তা দিয়ে তিনি রাজনীতিতে জায়গা তৈরি করেছেন।
সম্প্রতি পোলবায় রক্তদান শিবিরে যোগ দেন তিনি। সেখানে তিনি বলেন, আমার এলাকার সমস্ত অনুষ্ঠানে আমি উপস্থিত থাকার চেষ্টা করি। আমি মনে করি, এই ধরনের অনুষ্ঠানে যোগদান করাটা আমার দায়িত্ব পালনের অংশ।
ভারতীয় জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ওয়ান’ এবং একাধিক হিট ছবির মাধ্যমে উঠে আসা রচনা রাজনীতিতে পা রেখে নিজেকে প্রমাণ করেছেন তিনি । তার জন্য সাংসদ হয়ে জনগণের সেবা করা ও জনগণের প্রতি দায়বদ্ধকতা অন্যতম লক্ষ্য।
নির্বাচনে তার স্নিগ্ধ ব্যবহার জয়ের দিকে নিয়ে যায় তাকে। ভোটযুদ্ধে হুগলি কেন্দ্রের জনগণের সমর্থন নিয়ে তিনি জয়ী হন। রাজনৈতিক দুনিয়ায় প্রবেশের পর থেকে রচনা বন্দ্যোপাধ্যায় নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তবে তিনি এখন সতর্কভাবে এগোচ্ছেন এবং রাজনীতি ছাড়া তার চলচ্চিত্র ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি। সাবেক বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে রাজনৈতিক দুনিয়ায় শক্ত জায়গা করে নিয়েছেন রচনা। তবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এসকে//