ফুটবল

নেশন্স লিগে থ্রিলার রাত

প্রথমে লেগে ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগে ৫-২ গোলে জয় নিয়ে (দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে) সেমিফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। 

একই রাতে থ্রিলারের দেখা মিলেছে স্পেন-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও। প্রথম লেগে ২-২ সমতায় ছিল এই দুই দলের লড়াই। দ্বিতীয় নির্ধারিত সময়ের পর যোগ করা সময় শেষ হয় ৩-৩ সমতায়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৫-৪ (মোট ১২ শট) গোলের জয় পায় স্পেন।

থ্রিল ছিলো ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচেও। প্রথম লেগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। তবে দ্বিতীয় লেগে গতকাল রাতে প্রতিশোধ নিয়ে ফ্রান্স ম্যাচ জেতে ২-০ গোলে। অর্থাৎ দুই লেগ মিলিয়ে ম্যাচ ছিল ২-২ সমতায়। তবে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে সেমিতে পা রাখে ফ্রান্সই।

অন্য ম্যাচে জার্মানির বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার পর ম্যাচে ৩-৩ গোলে সমতা আনে ইতালি। কিন্তু দুই লেগ মিলিয়ে তারা ম্যাচ হারে ৫-৩ গোলে।

 

সেমিফাইনালের লাইনআপ

জার্মানি বনাম পর্তুগাল

৪ জুন, রাত ১২টা ৪৫ মিনিট

 

স্পেন বনাম ফ্রান্স

 

৫ জুন, রাত ১২টা ৪৫ মিনিট

এ সম্পর্কিত আরও পড়ুন থ্রিলারের