বিনোদন

দশ হাজার কোটিও তুচ্ছ আমিরের কাছে!

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় চার বছর ধরে আমির খানের ক্যারিয়ারে কোনো বড় সাফল্য আসেনি। তবে গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কের পর আমির নিজের ক্যারিয়ার নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছেন।

৬০তম জন্মদিনের দিন আমির গণমাধ্যমকে জানান, গেলো কয়েক বছরে তার চলচ্চিত্র জগতে কোনো সাফল্য না আসলেও গৌরী আসার পর তার জীবনে শান্তি নিয়ে এসেছেন।  আমিরের গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রথম দেখা হয়েছিল প্রায় ২৫ বছর আগে। আবার দুই বছর আগে পুনরায় দেখা হওয়ার পর সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত ঘটে।

অতিমারির সময় তিনি অভিনয় ছাড়ার কথা ভেবেছিলেন। কিন্তু পরিবারের অনুরোধে তিনি চলচ্চিত্র জগতে থেকে যান। তবে ‘লাল সিংহ চড্ডা’ ছবির বক্স অফিসে ব্যর্থতার পর আমির নিজের কাজের পরিকল্পনায় বড় পরিবর্তন আনছেন বলে জানিয়েছেন।

আমির আরও বলেন, তিনি এখন আর বাণিজ্যিক সাফল্যের পেছনে ছুটবেন না, বরং এমন ধরনের কাজ করতে চান যা তাকে অনুপ্রাণিত করবে। সম্প্রতি আমির ছ’টি নতুন ছবির কাজ হাতে নিয়েছেন তিনি। 

তিনি বলেন, জীবনের শেষ দশ বছর অভিনয়ের জন্য নিয়েছেন এবং তার উদ্দেশ্য কেবল নিজের সৃজনশীলতা প্রকাশ করা ব্যবসায়িক সাফল্য নয়।

আমির খান অভিনয়ে ফিরতে প্রস্তুত, তবে এবার তিনি এমন প্রকল্পে যুক্ত হবেন যা তাকে মানসিকভাবে সন্তুষ্ট করবে এবং সৃজনশীলভাবে উদ্দীপ্ত করবে।

আসলে আমির একেবারে স্পষ্টই জানান, ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে তিনি আর ভিাবেন না। আমিররে কথায়, ‘আমি এমন কোনও কাজ করবই না, যা এই নিশ্চয়তা দেবে যে ছবি মুক্তি পেলেই ১০ হাজার কোটির ব্যবসা করবে। বরং আমি সেই কাজই হাতে নেব যেটা করে আমি উজ্জীবিত হব।’

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন চার বছর | আমির